রোজার নিয়ত ও ইফতারের দোয়া পড়ার সঠিক নিয়ম কি এবং Rojar Niyot O Iftarer Doya পড়ার হুকুম কি? আমরা আরো জানবো রোজার নিয়ত করা কি ফরজ?রোজার নিয়ত বা সেহরির নিয়ত এবং ইফতারের দোয়া, Roja Rakhar Niyat bangla,আরবি এবং বাংলা উচ্চারণ সহ দেখবো, ইনশাআল্লাহ
Table of Contents
রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কিত হাদিস
Rojar Niyot O Iftarer Doya সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হাদিস সহীহ দলিল সহ নিম্নে দেওয়া হলো হাদিস,রোজা যেমন ফরজ ইবাদত তেমনি রোজার নিয়ত করাও ফরজ কিন্তু রোজার নিয়ত মুখে উচ্চারণ করা বলা বা রোজার দোয়া পড়া ফরয নয় শুধু মনে মনে ইচ্ছা পোষণ করলেও রোজার নিয়ত হয়ে যায় তবে রোজার নিয়ত মুখে উচ্চারণ করা বা বলা সুন্নাত
এবং ইফতার করা আল্লাহ তালার কাছে একটি পছন্দনীয় আমল তাই ইফতারের সময় হওয়া মাত্র যত তাড়াতাড়ি ইফতার করা যায় ততবেশি সাওয়াব পাওয়া যায়,কারণ আল্লাহ তাআলার হুকুম ইফতার করা আর আল্লাহ তালার হুকুম হওয়া মাত্র যত তাড়াতাড়ি আল্লাহ তালার হুকুম পালন করা যায় ততই ভালো আজকে আমরা ইফতার ও রোজার নিয়ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদীস নিম্নে আলোচনা করব ইনশাল্লাহ
রোজা ভঙ্গের কারণ সমূহ >>>>>> রোজার নিয়ত করা কি ফরজ
রোজার নিয়ত বা সেহরির দোয়া সম্পর্কিত হাদিস
- হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের আগে রোযার নিয়ত পাকাপোক্ত করেনি, তার রোজা নেই।’ (সহীহ দলিল:সুনানে তিরমিজি, হাদিস : ৭৩০)
2. হজরত আনাস বিন মালেক (রা:) ইরশাদ বর্ণিত,বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) বলিয়াছেন, ‘তোমরা শেষ রাতে খাবার খাও। তাতে বরকত রয়েছে।’ (বুখারি ও মুসলিম)
3. হজরত ইবনে ওমর (রা:) ইরশাদ করেছেন, (রাসূল সাঃ) বলেছেন,নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা সেহরি গ্রহণকারীর জন্য প্রার্থনা করেন।’ (সহীহ দলিল: তাবারানি ও ইবনে হিব্বান)
4. (রাসূল সাঃ) বলেছেন,যে ব্যক্তি রাতের বেলায় রোজার নিয়ত করেনি তার রোজা নেই।’ (দলিল: সুনানে নাসাঈ, হাদিস : ২৩৩৪)
ইফতারের দোয়া সম্পর্কিত হাদিস
- হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান , ‘আমার বান্দাদের মধ্যে তারা আমার কাছে বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে।’
(দলিল:তিরমিজি, আলফিয়্যাতুল হাদিস: ৫৬০, পৃষ্ঠা: ১৩১)
2. বিখ্যাত সাহাবী হজরত সাহল ইবনে সাআদ (রা.) ইরশাদ করেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) ইরশাদ করেন, ‘যত দিন লোকেরা ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’
(সহীহ দলিল সমূহ :বুখারি, সাওম অধ্যায়, হাদিস: ১৮৩৩)
3. রাসূল(সা.) ইরশাদ করেন , ‘তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা; নিশ্চয়ই পানি পবিত্র।’ (দলিল:তিরমিজি ও আবু দাউদ; আলফিয়্যাতুল হাদিস: ৫৬২, পৃষ্ঠা: ১৩১-১৩২)
Rojar Niyot O Iftarer Doya Bangla
রোজার নিয়ত ও ইফতারের দোয়া সমূহ মুখে উচ্চারণ করা সুন্নত আমরা যারা এই দোয়া সমূহ আরবি তে পড়তে পারবো তারা আরবিতেপড়বো আর যারা আরবি তে পড়তে পারি না তারা বাংলাতে পড়লেও সুন্নত আদায় হয়ে যাবে নিম্নে Rojar Niyot O Iftarer Doya বাংলা আরবি উভয় তুলে ধরা হলো
রোজার নিয়ত বা Roja Rakhar Dua আরবি উচ্চারণ
Rojar Niyat করা ফরজ কিন্তু মুখে উচ্চারণ করা সুন্নত তাই আমরা রোজার নিয়ত মুখে পড়বো
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়ত বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
Nawaitu an asumma gadam min shahri ramazanal mubaraki fardallaka, ya allahu fatakabbal minni innika antas samiul alim.
রোজা রাখার নিয়ত বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত ) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার,স্ত্ৰী সহবাস সহ রোজার সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজার নিয়ত ছবি-Rojar Niyat Bangla Photo

ইফতারের দোয়া -Iftarer Doya আরবি ও বাংলা
Iftarer সময় ইফতার সামনে নিয়ে Iftarer Doya পড়া সুন্নত ইফতারের পূর্বে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় তাই আমরা ইফতারের দোয়া আমরা আরবিতে পড়ার চেষ্টা করব এবং অন্যান্য দোয়া প্রার্থনা আমরা বাংলায় আল্লাহতালার কাছে দোয়া করব ইনশাআল্লাহ
ইফতারের দোয়া সহীহ আরবি
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
Iftarer Doya বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি
ইফতারের দোয়া ছবি-Iftar Dua Bangla Photo

রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে শেষ কথা
আশা করি আপনারা রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে অবগত হয়েছেন এই রমজান মাসে আমরা সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকব এবং শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য এবাদত করব রোজা রাখব
এবং আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করব সেহরির সময় আমরা সেহেরি দোয়া পড়বো রোজার নিয়ত করব এবং ইফতারের সময় আমরা ইফতার করব ইফতারের দোয়া পড়বো আমাদের যত চাওয়া পাওয়া রয়েছে সকল কিছু আমরা আল্লাহ তাআলার কাছে থেকে চেয়ে নেব আমিন