মজাদার ম্যাগি নুডুলস রেসিপি প্রয়োজনীয় সামগ্রি :
২ টি ম্যাগি নুডুলস
১পিচ মুরগির মাংস
২ কাপ মটরশুটি
১/২ কাপ আলু ,
১টা ডিম
কাচা মরিচ পরিমাণ মত,
লবন স্বাদ অনুযায়ি এবং
তেল ২ টেবিল চামচ ।
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে পেয়াজ ভেজে নিন ।তারপর তার মধ্যে মুরগির মাংস এবং ডিম ভেজে নিন।
এবার একে একে সব সবজির উপকরণ গুলি দিয়ে দিতে হবে ।এবার ভাল ভাবে সবজিটা কশিয়ে নিতে হবে এবার অন্য আরেকটি পাত্রে পানি গরম করে তাতে ম্যাগি নুডুলস ছেরে দিতে হবে।
২ থেকে ৩ মিনিট পর ম্যাগি নুডুলস চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।এখন রান্না করা সবজির সাথে নুডুলস গুলি ভাল করে মিশিয়ে নিন এবং শেষে ম্যাগি মশলা মিশিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ম্যাগি নুডুলস❤️